Health bd
Bangla helth tips.health is the most importent part of human life. for this health bd is the name of my blog. Bangla health tips is found in blog.bangladshi people can get very nice post about health tips and lifestyle.
Featured post
“২১ দিনের মধ্যে এলার্জির সমস্যার সমাধান এখন এখানেই”
আপনি কি বহু দিন ধরে এলার্জি সমস্যাতে ভুগছেন? ঘরে বসে করতে পারেন এই জঠিল সমস্যার সমাধাণ।তার জন্য আপনাকে করতে হবে সাম...
Sunday, 6 August 2017
“২১ দিনের মধ্যে এলার্জির সমস্যার সমাধান এখন এখানেই”
আপনি কি বহু দিন ধরে এলার্জি সমস্যাতে ভুগছেন?
ঘরে বসে করতে পারেন এই জঠিল সমস্যার সমাধাণ।তার জন্য আপনাকে করতে হবে সামান্য কাজ যেটি আপনাকে সারা জীবনরে জন্য এলার্জি নামক এই অসহ্য যন্ত্রনা থেকে মুক্তি দিবে ছিরতরে।আমরা সবািই জানি একটি বহুগুণী ্গাছের নাম যেটি হল নিম পাতা।যেটি মেজিকের মত কাজ করবে।
যেভোবে ব্যাবহার করতে হবে।
প্রথমে আপনাকে যেসব খাবারে এলার্জি ্আছে এক সপ্তাহ সে সব খাবার খেতে হবে।এখন এক কেজি পরিমাণের নিম পাতা ধুয়ে শুকাতে হবে এবং সেই শুকনু নিম পাতা ভাল ভাবে গুড়া করতে হবে।শুকনো নিম পাতা ভাল একটি পাত্রে রাখোন যাতে নষ্ঠ না হয়।বাজার থেকে ভাল ভুসি কিনে আনোন,এখন প্রতিদিন সকালে এক চামচের চার ভাগের এক ভাগ নিম পাতার সাথে এক চামচ পরিমান ভুষি মিশিয়ে একটি পাত্রে আধা ঘন্টা ভিজিয়ে রাখোন,আধাঘন্টা পর খাবেন।এভাবে প্রতিদিন ৩বার সকালে খালি পেটে দুপূরে খাবার পরে এ রাতে ঘুমাতে য়াওয়ার আধাঘন্টা পরে খাবেন।এভাবে ২১ দিন নিয়মিত সেবন করলে আশাকরি আপনার এলার্জি সমস্যা ধুর হবে চিরতরে।
শর্ত:মনে রাখতে হবে বেশি নিম পাতা সেবনে আপনার কুষ্ঠকাটিন্য হতে পারে।তাই বেশি নিম পাতা সেবন করা উচিত হবেনা ।
পছন্দ হলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ দিবেন।
Friday, 4 August 2017
চিকন গুনিয়া কি? কেন হয়? প্রতিরোধে কি করা দরকার?
চিকনগুনিয়া:চিকনগুনিয়া বর্তমানে একটি আতঙ্কের নাম।আসলে চিকন গুনিয়ায় মৃত্যুর ভয় নেই।আগাম বর্ষার কারনে মশার উপদ্রব বাড়ছে,ফলে এ মশার কামরে চিকন গুনিয়া জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ।
চিকনগুনিয়া কি : চিকুনগুনিয়া ভাইরাস টোগা ভাইরাস গোত্রের ভাইরাস।ডেঙ্গু ও জিকা ভাইরাস ও একই মশার মাধ্যমে ছড়ায় এবং প্রায় একই রকম রোগের লক্ষণ দেখা যায়।মশাবাহিত হওয়ার কারণে একে আরবো ভাইরাসও বলে।
চিকনগুনিয়া রোগের লক্ষন সমূহ:(১)কাপুনি বা ঘাম ছাড়া শুধু জ্বর ।(২)মাথা ব্যাথা।(৩)হার বা জয়েন্টে ব্যাথা।(৪)শরীরে লালচে দানা ও চুলকানি (৫)বমি বমি ভাব।(৬)মাংশ পেশিতে ব্যাথা।
বাহক: এডিস ইজিপ্টি ((Ades aegypti) এবং এডিস
এলবোপিকটাস (Ades albopictus) মশার মাধ্যমে এ রোগ ছড়ায়। মশাগুলোর শরীরে ও পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ দেখে সহজেই চেনা যায়।
কিভাবে ছড়ায়: চিকন গুনিয়া এডিস ইজিপ্টি মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এ ধরনের মশা সাধারণত দিনের বেলা (ভোর বেলা অথবা
সন্ধ্যার সময়)কামড়ায়।এছাড়া এ ভাইরাসের বাহক রোগি রক্তদানের মাধ্যমে ছড়ায়।
প্রতিরোধ
ও নিয়ন্ত্রণ: এ রোগ প্রতিরোধের কোনো টিকা
নাই। ব্যক্তিগত সচেতনতাই এ ভাইরাস সংক্রমণ প্রতিরোধের প্রধান উপায়।
মশার কামড় থেকে সুরক্ষা: মশার কামড় থেকে সুরক্ষাই চিকুনগুনিয়া থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায়। ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, শরীরে মশা প্রতিরোধক ক্রিম ব্যবহার করার মাধ্যমে মশার কামড় থেকে বাঁচা যায়।
মশার কামড় থেকে সুরক্ষা: মশার কামড় থেকে সুরক্ষাই চিকুনগুনিয়া থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায়। ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, শরীরে মশা প্রতিরোধক ক্রিম ব্যবহার করার মাধ্যমে মশার কামড় থেকে বাঁচা যায়।
চিকিৎসা: চিকুনগুনিয়া ভাইরাস এর কোনো সুনির্দিষ্ট
চিকিৎসা নেই। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরলজাতীয় খাবার
খেতে হবে এবং প্রয়োজনে জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল ট্যাবলেট এবং চিকিৎসকের
পরামর্শ অনুসারে ওষুধ খেতে হবে।
Wednesday, 2 August 2017
চর্ম রোগ কি? কেন হয়? এর সমাধান কি?
(ক) চর্ম রোগ কী?
চর্মরোগ হল এক প্রকার চোলকানি জনিত সমস্যা যা তকের বাহিরে এবং বিতরে অস্যস্তি কর ভাবে চোলকায়।বিভিন্ন ধরনের চর্মরোগ আছে।যেমন:দাদ,এজমা ফুসকুরি ইত্যাদি
(খ) চর্ম রোগ কেন হয়?
ভিটামিন সি এর অভাব হলে রক্ত দূষিত হয়ে যায়।রক্তের বিষাক্ত পদার্থ যদি কিডনির মাধ্যমে বেরিয়ে না যায়, তখন এই অতিরিক্ত বিষাক্ত ঘামের সাথে বের হয়ে যায় ফলে চর্ম রোগ হয়।
সমাধান
এ সমস্যায় ভোগছেন না এমন মানুষ পাওয়া কঠিন।এ ধরনের সমস্যা থেকে সমাধানের প্রাকৃতিক উপায় আছে
যা চর্ম রোগ নামক রোগ থেকে মুক্তি দিতে পারে।এজন্য যা করতে হবে, আমলকি বা লেবু মিশিয়ে কাচাঁ সবুজ রস পান করুন।বাদাম ও তিল খেলে চর্ম রোগ দ্রুত সেরে যায় এবং শুষ্ক চামড়া স্বভাবিক হয়।
Subscribe to:
Comments (Atom)

