Featured post

“২১ দিনের মধ্যে এলার্জির সমস্যার সমাধান এখন এখানেই”

                      আপনি কি বহু দিন ধরে এলার্জি সমস্যাতে ভুগছেন? ঘরে বসে করতে পারেন এই জঠিল সমস্যার সমাধাণ।তার জন্য আপনাকে করতে হবে সাম...

Sunday, 6 August 2017

“২১ দিনের মধ্যে এলার্জির সমস্যার সমাধান এখন এখানেই”

                     

আপনি কি বহু দিন ধরে এলার্জি সমস্যাতে ভুগছেন?
ঘরে বসে করতে পারেন এই জঠিল সমস্যার সমাধাণ।তার জন্য আপনাকে করতে হবে সামান্য কাজ যেটি আপনাকে সারা জীবনরে জন্য এলার্জি নামক এই অসহ্য যন্ত্রনা থেকে মুক্তি দিবে ছিরতরে।আমরা সবািই জানি একটি বহুগুণী ্গাছের নাম যেটি হল নিম পাতা।যেটি মেজিকের মত কাজ করবে।
যেভোবে ব্যাবহার করতে হবে।
প্রথমে আপনাকে যেসব খাবারে এলার্জি  ্আছে এক সপ্তাহ সে সব খাবার খেতে হবে।এখন এক কেজি পরিমাণের নিম পাতা ধুয়ে শুকাতে হবে এবং সেই শুকনু নিম পাতা ভাল ভাবে গুড়া করতে হবে।শুকনো নিম পাতা ভাল একটি পাত্রে রাখোন যাতে নষ্ঠ না হয়।বাজার থেকে ভাল ভুসি কিনে আনোন,এখন প্রতিদিন সকালে এক চামচের চার ভাগের এক ভাগ  নিম পাতার সাথে এক চামচ পরিমান ভুষি মিশিয়ে একটি পাত্রে আধা ঘন্টা ভিজিয়ে রাখোন,আধাঘন্টা পর  খাবেন।এভাবে প্রতিদিন ৩বার সকালে খালি পেটে দুপূরে খাবার পরে এ রাতে ঘুমাতে য়াওয়ার আধাঘন্টা পরে খাবেন।এভাবে ২১ দিন নিয়মিত সেবন করলে আশাকরি আপনার এলার্জি সমস্যা ধুর হবে চিরতরে।
শর্ত:মনে রাখতে হবে বেশি নিম পাতা সেবনে আপনার কুষ্ঠকাটিন্য হতে পারে।তাই বেশি নিম পাতা সেবন করা উচিত হবেনা ।
পছন্দ হলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ দিবেন।

No comments:

Post a Comment